ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 03:41:55

মুখ্যমন্ত্রীর পদ থেকে হঠাৎ করে ইস্তফা দিলেন ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পদত্যাগ করে এক লাইনের চিঠি লিখে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে।

তবে বিপ্লব কেন পদ ছেড়ে দিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে ত্রিপুরার রাজনীতিতেও নানা জল্পনা তৈরি হয়েছে।

বিপ্লব দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের মার্গদর্শন অনুযায়ী এতদিন কাজ করে চলেছেন। তবে এবার দল তাকে সংগঠনের কাজে লাগাতে চায়। দল চাইছে ২০২৩ নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে। দীর্ঘ সময় সরকারে থাকার জন্য সংগঠনের শক্তি বাড়ানোর দরকার। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। তাই দল আমাকে সংগঠনে কাজে লাগাতে চাইছে।

তিনি বলেন, এতদিন প্রধানমন্ত্রীর আদর্শে আমি কাজ করে এসেছি। এবার কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছাতেই সংগঠনের কাজ করব।

এদিকে সরাসরি বিপ্লব দেব কিছু না বললেও বিজেপি সূত্রে খবর, ইস্তফার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা হয় তার। শুক্রবারই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর নিজেই টুইট করেন বিপ্লব।

এ সম্পর্কিত আরও খবর