দুই কোরিয়ার কুকুরছানার কূটনীতি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:48:31

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও তাঁর স্ত্রীর একটি ছবি প্রকাশিত হয়েছে, যেখানে কয়েকটি কুকরছানাকে কোলে তুলে আদর করছেন তারা। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দুই কোরিয়ার বন্ধন দৃঢ় করতে পিয়ং ইয়ংয়ে বৈঠকে মুনকে এক জোড়া কুকুর উপহার দিয়েছিলেন। দুই দেশের মধ্যে বিভেদ দূর করতে উপহার দেওয়া সেই কুকুরের ছানা এগুলো।

সোমবার (২৬ নভেম্বর) সকালে এই ছবিটি প্রকাশিত হয়। যেখানে দেখা যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী সিউলে তাদের সরকারি বাসভবনের বাইরে বসে আছেন ছয়টি কুকুরছানা নিয়ে। আর পাশেই দাঁড়িয়ে আছে কুকুরছানাদের মা গোমি।

মুন তার অফিসিয়াল টুইটে কুকুর ছানাদের ছবি পোস্ট করে মন্তব্য করেন, 'গোমির ছানাদের দেখুন। উত্তর কোরিয়ার পাংসান জাতের কুকুর গোমি।'

ছবিটিতে দেখা যায়, লোমে ঢাকা পাঁচটি কুকুরছানা মুনের কোলে রয়েছে এবং খেলছে। আরেকটি কুকুর ছানা ফার্স্ট লেডির বাহুতে জড়ানো। আর প্রেসিডেন্ট ভবনের আঙ্গিনায় তাদের সঙ্গে রয়েছে গোমিও।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়, গত ৯ নভেম্বর গোমি ছয়টি ছানার জন্ম দিয়েছে। তিনটি পুরুষ ও তিনটি স্ত্রী কুকুরছানা।’

পাংসান জাতের এই কুকুরেরা তাদের আনুগত্য ও বুদ্ধিমত্তার জন্যে পরিচিত। এই শিকারি কুকুর সাদা রংয়ের ঘন লোমে আবৃত থাকে। এদের কান সরু ও চোখের রং ধূসর। উত্তর কোরিয়ার পাংসান নামক স্থানই এদের আদি বাস। 

যখন এই কুকুর ছানাগুলো জন্মগ্রহণ করেছিল, সেই সময় মুন তার টুইটে বলেছিলেন, ‘কুকুরদের গর্ভধারণের সময় দুই মাস। গোমি যখন আমাদের কাছে আসে তখন তার গর্ভধারণের সময় হয়েছিল। গোমি দ্রুতই তার বংশ বৃদ্ধি করেছে, যেভাবে দুই কোরিয়ার সর্ম্পক বৃদ্ধি পাচ্ছে।'

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভবন ব্লু হাউস জানিয়েছে, পিয়ং ইয়ংয়ে মুন ও কিমের বৈঠকে কিমের স্ত্রী রি সোল জু এ কুকুর দুটি উপহারের পরামর্শ দেন। এ সময় রি বলেছিলেন, ‘কুকুর দুটির বংশবৃদ্ধির সনদও রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর