ইন্দোনেশিয়ার পামওয়েল রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 06:38:18

ইন্দোনেশিয়া পামওয়েল রফতানি নিষেধাজ্ঞা তুলে নেবে। সোমবার (২৩ মে) থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে। 

দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

বিশ্বের শীর্ষ পামওয়েল রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। দেশটির ১ কোটি ৬৪ লাখ হেক্টর জমিতে চাষ হয় এই পামওয়েল। তাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও এই খাত।

প্রতিমাসে আড়াইশো থেকে তিনশো কোটি ডলারের পামওয়েল রফতানি করে দেশটি। তবে, সম্প্রতি স্থানীয় বাজারে ঘাটতি আর দাম কমাতে রফতানি বন্ধের ঘোষণা দেয় দেশটির সরকার। এর পরপরই ইন্দোনেশিয়ার বাজারে পামওয়েল ও এর কাঁচামালের দাম কমেছে, যা বিপাকে ফেলেছে চাষিদের।

বিশ্বজুড়ে ভোজ্যতেল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় পামওয়েল। আর বিশ্বের প্রায় অর্ধেক পামওয়েল যোগান দেয় ইন্দোনেশিয়া। তারা রফতানি বন্ধ করায় এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশে। তাই ইন্দোনেশিয়ায় কমলেও অনেক জায়গায়ই বেড়েছে ভোজ্যতেলের দাম। যার ফলে বেড়েছে অনেক খাবারের দামও।

এ সম্পর্কিত আরও খবর