আজভস্টল প্ল্যান্ট নিয়ন্ত্রণে নিল রাশিয়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 06:13:14

ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের আজভস্টল প্ল্যান্টে দীর্ঘ লড়াই শেষে সম্পূর্ণ ‍নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, আজভস্টল স্টিল প্ল্যান্ট রক্ষা করতে সবশেষ পর্যন্ত লড়াই করে যাওয়া ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করেছে।

শনিবার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় মাসখানেক ধরে ওই কারখানায় ইউক্রেনের সেনারা আটকে ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সর্বশেষ ৫৩১ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণের মাধ্যমে বন্দরনগর ও ইস্পাত কারখানা এখন ‘সম্পূর্ণ মুক্ত’।

শুক্রবারের এ সেনা অপসারণ কার্যক্রমের মাধ্যমে মাসব্যাপী ধ্বংসাত্মক লড়াইয়ের অবসান হলো।

বিবৃতিতে বলা হয়, ওই ইস্পাত কারখানার আন্ডারগ্রাউন্ড এখন রাশিয়ার সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সর্বশেষ যারা ওই প্ল্যান্টে আটকে ছিলেন তাদের আত্মসমর্পণের অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার তিনি বলেন, আজ আমাদের ছেলেরা সেনা কমান্ড থেকে স্পষ্ট বার্তা পেয়েছে, তা হলো- তারা বের হতে পারবে এবং জীবন রক্ষা করতে পারবে।

এ সম্পর্কিত আরও খবর