পূর্ব ইউক্রেনে থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় একটি গাড়িতে রুশ বোমা হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন।
ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এক টুইটবার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লিখেছেন, ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ ইউক্রেন যুদ্ধের বাস্তবতা দেখাতে দেশটিতে ছিলেন। রুশ বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।
ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, পেশাগত দায়িত্বপালনের জন্য লেক্লারক-ইমহফ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কের কাছে অবস্থান করছিলেন।
৩২ বছর বয়সী ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ বিএফএমটিভির হয়ে একটি এলাকা থেকে নিরাপদে মানুষকে সরিয়ে নেওয়ার সংবাদ সংগ্রহ করছিলেন।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্য মতে, এ পর্যন্ত আটজন সাংবাদিক নিহত হয়েছেন ইউক্রেনে যুদ্ধে। আহত হয়েছেন আরও কয়েকজন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।