ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের ১০০তম দিন আজ। আজকের এই দিনে এক বিবৃতিতে জাতিসংঘের সহকারী মহাসচিব আমিন আওয়াদ বলেন, ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষই জয়ী হবে না।
শুক্রবার (০৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিন আওয়াদ আরও বলেন, এই যুদ্ধের কোনও বিজয়ী নেই এবং হবেও না। বরং, আমরা ১০০ দিন ধরে দেখেছি যা হারিয়েছে জীবন, বাড়ি, চাকরি এবং সম্ভাবনা। ই
তিনি বলেন, এই যুদ্ধ মানুষের অগ্রহণযোগ্য ক্ষতি এবং বেসামরিক জীবনে বড় প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, আমাদের শান্তি দরকার। যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত।