রাশিয়ান সাংবাদিকদের হয়রানির জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
মঙ্গলবার (০৭ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এর বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রুশ রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে পাঠানো রাশিয়ান সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তারা আমেরিকার মাটিতে সম্প্রচারে সরাসরি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। তাদের অফিসিয়াল ইভেন্টগুলিতে সীমিত অ্যাক্সেস রয়েছে। কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়াটিও জটিল। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতির সামঞ্জস্যপূর্ণ বিষয়ে আমাদের অবস্থান সাধারণ মার্কিন নাগরিকদের কাছে তুলে ধরার জন্য দূতাবাসের অসংখ্য প্রচেষ্টা ব্যাহত করা হচ্ছে।