মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি আটক

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-31 10:54:22

মালয়েশিয়ার সুংগাই বেসির টেইলরিং এলাকায় অভিযান চালিয়ে ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃক অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১২ জন বাংলাদেশি নাগরিকও আটক হয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এ বিষয়ে বলেন, সুংগাই বেসির ২৬টি জায়গায় ৭৯ জন ইমিগ্রেশন কর্মকর্তা অভিযানটি পরিচালনা করে।

বেলা ১২ টা থেকে ২টা পর্যন্ত চলমান এই অভিযানে ৯৮ জন বিদেশি নাগরিকের তথ্য যাচাই করা করে অভিযানকারীরা।

অভিযানে ১২ জন নারীসহ ২০ জন ইন্দোনেশিয়ান নাগরিক, ১২ জন বাংলাদেশি পুরুষ, একজন নারীসহ ৭ জন ভারতীয়, দুজন মায়ানমারের নাগরিক, একজন পাকিস্তানি এবং একজন থাই নারীকে আটক করেছেন অভিযানকারীরা।

আটককৃতদের বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে এবং এরা সকলেই বুকিত জলিল পুলিশ স্টেশনে আটক রয়েছে।

তবে আটককৃতদের শুধুমাত্র তথ্যের অভাবে আটক করা হয়েছে তা নয়, বরং পাসের ভুল ব্যবহার, অধিক সময় ধরে অবস্থান, অনিবন্ধিত কার্ড সংরক্ষণ এবং ইমিগ্রেশনের অন্যান্য আইন ভঙ্গের কারনে তাঁদের আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর