বিতর্কিত দ্বীপে জাপানের সঙ্গে মাছ ধরার চুক্তি স্থগিত করল রাশিয়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 06:20:01

বিতর্কিত দক্ষিণ কুরিল দ্বীপের কাছে মাছ ধরার জন্য জাপানের সঙ্গে যে চুক্তি ছিল তা স্থগিত করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার (০৭ জুন) এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, বিতর্কিত দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরার অনুমতির জন্য টোকিও চুক্তির অধীনে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে ব্যর্থ হয়েছে। তাই চুক্তিটি স্থগিত করা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বর্তমান পরিস্থিতিতে জাপানি পক্ষ তার সমস্ত আর্থিক বাধ্যবাধকতা পূরণ না করা পর্যন্ত আমরা ১৯৯৮ সালের চুক্তির বাস্তবায়ন স্থগিত করতে বাধ্য হচ্ছি।

রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপান উত্তর অঞ্চল বলে, দুই দেশের মধ্যে এক দশক ধরে বিরোধের কেন্দ্রে আগ্নেয়গিরির দ্বীপগুলির একটি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে বাধা দেয়।

এ সম্পর্কিত আরও খবর