মালিতে বিদ্রোহীদের হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 08:48:22

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্দেহভাজন সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালির মধ্য মোপ্তি অঞ্চলের কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায়।

স্থানীয় সময় সোমবার (২০ জুন) এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতিবা মাসিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মালির মধ্য মোপ্তি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে। শনিবার ও রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির সরকারের তরফে জানানো হয়, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন আমাদৌ কাউফার মাসিনা কাতিবার সদস্যরা বেসামরিক লোকজনকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মধ্য মালির দিয়াল্লাসাগৌ ও নিকটবর্তী দুটি গ্রাম, দিয়াওয়েলি এবং ডেসাগৌ-তে এই হত্যাকাণ্ড ঘটানো হয় যে অঞ্চলটির মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল।

যদিও এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।

মালি এবং মধ্য সাহেল অঞ্চলে গত কয়েক মাস ধরে হত্যাকাণ্ড চালানোর পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দেশটির সরকার।

এ সম্পর্কিত আরও খবর