খারকিভে নতুন করে হামলার পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 13:38:34

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভে রুশ বাহিনী নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনী আবার খারকিভে আক্রমণ করার জন্য সেনা সদস্য সংগ্রহের চেষ্টা করছে। কারণ আমরা এই অঞ্চল দখলমুক্ত করেছি। তাই তারা আবার এটি নিয়ন্ত্রণে নিতে চায়।

স্থানীয় সময় সোমবার (২০ জুন) ইতালিতে আইএসপিআই গ্লোবাল পলিসি ফোরামের উদ্বোধনে ভার্চুয়াল বক্তৃতায় জেলেনস্কি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রায় ১২ মিলিয়ন ইউক্রেনীয় বাস্তুচ্যুত, যার মধ্যে প্রায় ৫ মিলিয়ন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণের পর মে মাসের মাঝামাঝি সময়ে রাশিয়া খারকিভ থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়।

এ সম্পর্কিত আরও খবর