পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে প্রস্তুত নর্থ কোরিয়া: কিম

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:15:18

নর্থ কোরিয়ার নেতা কিম জং–উন বলেছেন, তার দেশ পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং মার্কিন সামরিক হামলা মোকাবিলা করতে প্রস্তুত।

বুধবার (২৭ জুলাই) কোরীয় যুদ্ধের অস্ত্রবিরতির ৬৯তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতায় কিম এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, প্রথমবারের মতো সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের সমালোচনা করে সতর্ক করে কিম বলেন, সিউল যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

কিম আরও বলেন, ১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু হুমকি মোকাবিলার জন্য নর্থ কোরিয়াকে আত্মরক্ষায় আরও শক্তিশালী হতে হবে।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে বিশ্বস্তভাবে, সুনির্দিষ্টভাবে পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সিউল ও ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, পিয়ংইয়ং ২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর প্রথম এই ধরনের ভাষণ দিল কিম।

সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নর্থ কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়ে গেলে তাদের আরও শক্তিশালী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন বলেন, নর্থ কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিপজ্জনকভাবে শত্রুতামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর