মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতের মিগ-২১ যুদ্ধবিমান, নিহত ২

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 02:30:03

ভারতের রাজস্থানে প্রশিক্ষণের সময় মাঝ আকাশে আকস্মিকভাবে ভেঙে পড়েছে ভারতীয় এয়ার ফোর্সের মিগ ২১ যুদ্ধবিমান। এতে সেটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাদের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। বারমারের জেলা প্রশাসক লোক বান্দু সংবাদমাধ্যম পিটিআই-কে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

জেলার ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা। হাজির হয় উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।

রাজনাথ সিং টুইটারে বলেছেন, রাজস্থানের বারমারের কাছে বিমানবাহিনীর মিগ -২১ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই বিমানযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।

মিগ -২১ বিমান হল সোভিয়েত-যুগের একক-ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার/গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফ্ট।

এ সম্পর্কিত আরও খবর