এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:01:10

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, গ্যাস উত্তোলনের শর্ত লঙ্ঘনের অভিযোগে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে, বাল্টিক এই দেশটি জানিয়েছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় তাদের ওপর সামান্যই প্রভাব ফেলবে।

প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য লাটভিয়া প্রতিবেশী রাশিয়ার ওপর নির্ভরশীল। যদিও তাদের জ্বালানি খাত পুরোপুরি গ্যাসের ওপর নির্ভরশীল নয়। দেশটির মোট জ্বালানি চাহিদার ২৬ শতাংশ পূরণ হয় গ্যাসের মাধ্যমে।

ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ইউক্রেইনে আগ্রাসন চালানোর জেরে পশ্চিমা বিশ্বের রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ নিতে দেশটি তাদের গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

লাটভিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো ভুক্ত দেশ। এ অঞ্চলে ন্যাটোর বিস্তারকে ভালো চেখে দেখছে না রাশিয়া। ন্যাটোর শক্তিবৃদ্ধিকে নিজেদের সুরক্ষার জন্য হুমকি মনে করে মস্কো। রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের অন্যতম প্রধান কারণ এটি।

রাশিয়া ইতিমধ্যেই পোল্যান্ড, বুলগেরিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর