গাজায় ইসরায়েলের বিমান হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:06:50

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের জঙ্গি লক্ষ্যবস্তুতে শুক্রবার তারা এ হামলা চালিয়েছে।

এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলা-জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসলামিক জিহাদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলের বিমান হামলার পর প্যালেস্টাইন টাওয়ার নামক একটি ভবন থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২০ জন।

ইসলামিক জিহাদের এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুরা আমাদের জনগণকে লক্ষ্য করে যুদ্ধ শুরু করেছে। তাই আমাদের সকলের কর্তব্য নিজেদেরকে এবং আমাদের জনগণকে রক্ষা করা।

আরও বলা হয়, আমাদের অটল থাকতে হবে। ভয়ে পেয়ে দূরে সরে গেলে হবে না। শত্রুদের হামলা প্রতিরোধের মাধ্যমে তাদের দুর্বল করতে হবে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য লক্ষ্যবস্তুতে রকেট হামলার জন্য গাজার আশেপাশের এলাকায় বিশেষ পরিস্থিতি ঘোষণা করেছে।

এ সম্পর্কিত আরও খবর