ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-22 03:16:02

প্রধানমন্ত্রী হাইলে মারিয়ামের হঠাৎ পদত্যাগের একদিন পর জরুরি অবস্থা জারি করা হয়েছে দীর্ঘদিন সহিংস আন্দোলন চলতে থাকা আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে এটা কতদিন বলবৎ থাকবে তা জানানো হয়নি। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদের বৈঠকে জরুরি অবস্থা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। এটা তিনমাস না ছয়মাস থাকবে তা ছিল আলোচনার অন্যতম বিষয়। ইথিওপিয়ায় সরকারবিরোধী আন্দোলনের কারণে টানা ১০ মাস জরুরি অবস্থা জারি থাকার পর গত বছরের জুলাই মাসে তা প্রত্যাহার করা হয়। সে সময় বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার জন্য আন্দোলনে কয়েকশ মানুষ নিহত হয়। আর ইথিওপিয়ায় বৃহত্তর রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে ২০১৫ সাল থেকে আন্দোলন করে আসছে দেশটির ওরোমো ও আমহারা জনগোষ্ঠীর বাসিন্দারা। তারাই দেশটির মোট জনসংখ্যার ৬১ শতাংশ। ওরোমো মানবাধিকার কর্মী জাওয়ার মোহাম্মদ বলেন, জরুরি অবস্থা জারি ‘অপ্রয়োজনীয়, অসহযোগিতাপূর্ণ ও অবিবেচনাপ্রসূত।’ স্থিতাবস্থার জন্য এই মুহূর্তে সেরা সময় জরুরি অবস্থা জারি নয়, যেটা আগে প্রয়োগ করা হয়েছে এবং ব্যর্থ হয়েছে। ইথিওপিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক ফিলিক্স হরনে জানান, গত জরুরি অবস্থার সময় ২০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘এই ঘটনায় মুক্তি পাওয়া ব্যক্তিরা আবার রাগান্বিত হবেন। তাহলে জরুরি অবস্থাও আর কাজে আসবে না। আসলে সরকার এখন কী চায়?’ ২০১২ সাল থেকে ইথিওপিয়ার ক্ষমতায় থাকা হাইলে মারিয়াম বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোট ইথিওপিয়ান পিপলস রেভ্যুলুশনারি ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইপিআরডিএফ) পদত্যাগের ঘোষণা দেন। চলমান অস্থিতিশীলতা ও রাজনৈতিক সংকটকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন। সে সময় সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে টেকসই শান্তি ও গণতন্ত্র আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে ইপিআরডিএফ ও দেশটির পার্লামেন্ট পদত্যাগপত্র গ্রহণ করে নতুন কাউকে স্থলাভিষিক্ত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। ক্ষমতাসীন জোট ইপিআরডিএফ ও তার নিজের দল সাউদার্ন ইথিওপিয়ান পিপলস ডেমোক্র্যাটিক মুভমেন্ট তার পদত্যাগের সিদ্ধান্তকে ইতোমধ্যে মেনে নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর