বিক্ষোভে সমর্থন দেয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রী গ্রেফতার

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:09:50

প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় দুই বিশিষ্ট ইরানি অভিনেত্রীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সোমবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।

হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে এক কুর্দি নারীর মৃত্যুর পর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। হিজাব পড়ার নিয়ম ভঙ্গ করার অভিযোগে মাশা আমিনি (২২) নামের ওই নারীকে রাজধানী তেহরানে নৈতিকতা পুলিশ আটক করেছিল। তিনদিন পর ১৬ সেপ্টেম্বর মাশা আমিনি পুলিশ হেফাজতে মারা যান।

গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ অফিসাররা তাকে লাঠি দিয়ে মারধর করে এবং একটি গাড়ির সঙ্গে তার মাথায় আঘাত করে। কিন্তু পুলিশ মাশা আমিনির সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করে এবং বলে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর