কারাগার সংশোধনাগার জায়গা হলেও কয়েদীদের জন্য কষ্টের জায়গা। বিভিন্ন অপকর্মের শাস্তি হিসেবে অপরাধ করা ব্যক্তিদেরকে কারাগারে প্রেরণ করা হয় তাদের সংশোধনের জন্য। সেই কষ্টের জায়গাকে সহজ ও নিজের অতীত কৃতকর্ম কিছুটা ভুলিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টায় প্রতিবছর ব্রাজিলের একটি কারাগারে আয়োজন করা হয় সুন্দরী প্রতিযোগিতা।
জেলের ভেতরে থাকা ছিঁচকে চোর থেকে শুরু করে কয়েকটি খুনের মামলার আসামীরাও এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার কয়েকদিন আগে থেকেই সুন্দরী কয়েদী নারীরা এই প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করেন। কয়েদীদের জীবনের অর্থ বোঝানোর জন্যই জেল কর্তৃপক্ষ প্রতিবছর এমন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
মেয়েদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বাইরে থেকে মেকআপ আর্টিস্ট ভাড়া করে নিয়ে আসা হয়। শুধু তাই নয় তারা কী ধরণের কাপড় পড়বে সেটাও বাইরে থেকে নিয়ে আসা হয়।
কয়েদীদের এই প্রতিযোগিতা নিয়ে উৎসাহের বড় একটি কারণ তাদের পরিবার। এ দিন বেশ কিছুটা সময় তারা কারাগারের ভেতরেই পরিবারের সঙ্গে সময় কাঁটাতে পারেন।