টুইটারের সিইও পদে থাকা না থাকা নিয়ে মাস্কের অনলাইন জরিপ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:40:28

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ তার ছেড়ে দেওয়া উচিত কিনা, তা জানতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনলাইনে ভোট দিতে বলেছেন ইলন মাস্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক এজন্য একটি পোল চালু করেছেন। তিনি তার ১২২ মিলিয়ন অনুসারীদের কাছে জানতে চেয়েছেন, ‘আমি কি প্রধান পদ থেকে সরে দাঁড়াবো... আমি ফলাফল মেনে চলব...।

টুইটার কিনে নেওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার সম্মুখীন হন টেসলার মালিক ইলন মাস্ক।

গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক। তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন।

টুইটারের মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে বরখাস্ত করেন মাস্ক। একই সঙ্গে তিনি কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। এর মধ্যে রয়েছেন প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল ও আইন-নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে।

এ সম্পর্কিত আরও খবর