ভারতে ধসে পড়ল ৪ তলা ভবন, বহু হতাহতের আশঙ্কা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:43:12

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বহু মানুষ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় লখনউয়ের ওয়াজির হাসানগঞ্জ রোডে এই দুর্ঘটনা ঘটে।

ভবন ধসের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ জানুয়ারি) উত্তর ভারত জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। ধারণা করা হচ্ছে, কম্পনের ফলে পুরোনো ভবনটি দুর্বল হয়ে পড়েছিল।

উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, হঠাৎ করেই ভবনটি ধসে পড়েছে। তিন জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে এনডিআরএফ, ফায়ার ব্রিগেডের কর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর