নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার সুপারিশ পুলিশের

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-28 07:01:18

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। দুই পৃথক মামলায় কয়েক মাস অনুসন্ধানের পর তাকে অভিযুক্ত করার পর মঙ্গলবার, ১৩ জানুয়ারি এ সুপারিশ করেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের দাবি, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের যথেষট প্রমাণ রয়েছে পুলিশের হাতে। পুলিশের এ সুপারিশ শীঘ্রই অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হবে।অ্যাটর্নি জেনারেলই সিদ্ধান্ত দেবেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে কি না! কেস ১০০০ নামের প্রথম তদন্তে বলা হয়, নেতানিয়াহু রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নিয়েছিলেন। পুলিশকে উদ্ধৃত করে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ২ লাখ ৮০ হাজার ডলার মূল্যের উপহার সামগ্রী গ্রহণ করেছেন নেতানিয়াহু। কেস ২০০০ নামে দ্বিতীয় তদন্তে বলা হয়, তেলআবিবের একটি পত্রিকার প্রকাশক আরনোন মোজেসকে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়থ আহরনোথে নিজের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের জন্য একটি চুক্তি করার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। এর বিনিময়ে সংবাদপত্রটির প্রতিদ্বন্দ্বী পক্ষ ইসরায়েল হায়োমকে কোণঠাসা করতে সহায়তা করবেন বলে প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে, এ সব অভিযোগই অস্বীকার করে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী এবং পুলিশের ওই সুপারিশে শেষ পর্যন্ত ‘কিছুই হবে না’ বলে দাবি করেছেন নেতানিয়াহু। মঙ্গলবারও একই অবস্থানে অনড় থাকতে দেখা গেল তাকে। এদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহু বলেন, তিনি ক্ষমতায় থাকতে চান এবং পুলিশের সুপারিশে ‘কিছুই হবে না’। নেতানিয়াহু বলেন, ‘আমি যা করেছি তা ইসরায়েল রাষ্ট্রের ভালোর জন্যই করেছি। এখন পর্যন্ত আমি তা করে যাচ্ছি এবং করে যাব।’

এ সম্পর্কিত আরও খবর