পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:08:13

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার (৭ মার্চ) এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।

এবিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বর্তমানে উত্তর পশ্চিম তীরের জেনিন (শরণার্থী) শিবিরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিস্তারিত আর কিছু জানায়নি তারা।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি বাহিনী একটি বাড়ি ঘেরাও করে গুলিবর্ষণ করে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সামরিক গাড়ি শহরে প্রবেশ করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়, তারা ফিলিস্তিনে যাদের হত্যা করেছে তাদের মধ্যে একজন গত সপ্তাহে উত্তর-পশ্চিম তীরের হুয়ারা এলাকার কাছে দুই ইহুদি ভাইকে গুলি করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, গত ২৬ ফেব্রুয়ারি যানজটের সুযোগ নিয়ে গাড়ির ভেতর থাকাবস্থায় দুই ভাইকে গুলি করে হত্যা করেন এক ফিলিস্তিনি। স্থানটিতে প্রায়ই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান জোরদার করে।

এ সম্পর্কিত আরও খবর