পার্লামেন্টে অনাস্থার মুখে মে

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 08:34:04

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের নেতৃত্বের বিষয়ে সংসদ সদস্যদের এক ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে তিনি ‘অনাস্থা’র মুখে পড়তে পারেন বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে। 

বুধবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে কনজারভেটিভ পার্টির এমপিরা এ ভোট দেবেন। ফলে থেরেসা মেকে তার দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করতেও হতে পারে। খবর বিবিসি।

কনজারভেটিভ পার্টির গঠনতন্ত্র অনুসারে, কারো নেতৃত্ব নিয়ে ভোটের আয়োজন করতে হলে কমপক্ষে ৪৮টি চিঠির প্রয়োজন হয়। মঙ্গলবার ৪৮টি চিঠি দেয়ার পর এ ভোটের আয়োজন করা হয়েছে।

২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যে গণভোটের পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন থেরেসা মে। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে ব্রেক্সিট নিয়ে তার প্রস্তাবে নাখোশ ছিলেন দলের অনেক নেতাই। ইতোমধ্যে তার কয়েকজন মন্ত্রী এ বিষয়ে মনোমালিন্যে পদত্যাগ করেছেন।

এদিকে, ভোটের ফলাফল কথন ঘোষণা করা হবে সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে মেকে জয়ী হতে হলে ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে।

যদি তিনি ভোটে বিজয়ী হন তবে সেখানে একটি রক্ষণশীল নেতৃত্বের প্রতিযোগিতা হবে যার মধ্যে তিনি দাঁড়াতে পারবেন না।

এ সম্পর্কিত আরও খবর