দুবাইতে ব্যবসার লাইসেন্স নেওয়ায় ৪র্থ স্থানে বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 21:39:46

নভেম্বরে আরব আমিরাতের দুবাই থেকে ব্যবসায়িক কাজে যে পরিমাণ লাইসেন্স নিয়েছেন তন্মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশিরা। দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ইকনোমিক্স ডেভলপমেন্ট (ডিইডি) থেকে এই বিজনেস রেজিস্ট্রেশন এন্ড লাইসেন্সিং (বিআরএল) দেওয়া হয়। এই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছেন ভারতীয়রা। নভেম্বরে ডিইডি থেকে সর্বমোট ১ হাজার ৭৪৮ জনকে ব্যবসায়িক লাইসেন্স দেওয়া হয়েছে।

নতুন এই লাইসেন্সের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ কমার্শিয়াল, ১ দশমিক ৩ শতাংশ পর্যটন সম্পর্কিত এবং ১ দশমিক ২ শতাংশ শিল্প সংক্রান্ত।

ডিইডির বিজনেস ম্যাপের ডিজিটাল প্লাটফর্ম দেখিয়েছে, গেল নভেম্বরে সর্বমোট ২৩ হাজার ৯৭৯টি ব্যবসার নিবন্ধন রয়েছে।

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮-এর নভেম্বরে লাইসেন্স সিকিউরড করা ব্যক্তির মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভারতীয় নাগরিক। এরপরই যথাক্রমে রয়েছেন- পাকিস্তান, মিসর এবং বাংলাদেশের নাগরিক।

এরপর যথাক্রমে- চীন, সৌদি আরব, ইংল্যান্ড, জর্দান, সুদান এবং ফিলিপাইনের নাগরিকদের অবস্থান।

ডিইডির প্রতিবেদন অনুযায়ী নভেম্বরের এই নতুন লাইসেন্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে দুবাইতে। এরপর দেইরা, হাত্তা, বুর্জ আল খলিফা, পোর্ট সৈয়দ এবং আল মারার।

সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের নাম হলো- আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরা, রাস আল খাইমা, আশ শারিকা এবং উম্ম আল কাইওয়াইন।

আবু ধাবি শহর ফেডারেশনের রাজধানী এবং দুবাই দেশের বৃহত্তম শহর।

এ সম্পর্কিত আরও খবর