হিমাচলে অতি বৃষ্টিতে ৪০০ জনের মৃত্যু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-02 16:23:38

এবারের বর্ষায় ভারতের হিমাচল প্রদেশে অতি বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যটির রাজস্বমন্ত্রী জগৎ সিং শুক্রবার (১ আগস্ট) এই তথ্য জানিয়েছেন।

এদিকে, বৃষ্টি সংশ্লিষ্ট দুর্যোগে হিমাচলে আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি। অতি বৃষ্টির ফলে আড়াই হাজারেরও বেশি বাড়ির ক্ষতি হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজারেরও বেশি বাড়ি।

চলতি বছরে বর্ষার মৌসুমে হিমাচলে বেশ কয়েকবার ভূমিধ্বস হয়েছে। বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বহু বাসিন্দা।

দ্য হিন্দু জানিয়েছে, এই প্রসঙ্গে হিমাচলের মন্ত্রী বলেছেন, রাজ্যের বহু বাসিন্দা জমি হারিয়েছেন। হিমাচলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিমলার।

জুলাই মাসে রেকর্ড হারে বৃষ্টি হয়েছে হিমাচলে। জুলাই মাসে হিমাচলে বৃষ্টি হয়েছে ৪৩৭.৫ মিলিমিটার। অথচ ওই সময় বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৫.৯ মিলিমিটার।

১৯৮০ সালের পর এই প্রথমবার জুলাই মাসে এতো পরিমাণে বৃষ্টি হলো এই রাজ্যে। আগস্টে হিমাচলে বৃষ্টির ঘাটতি হয়েছে ৪ শতাংশ।

এই সময়ে রাজ্যে বৃষ্টির স্বাভাবিক পরিমাণ ২৫৬.৮ মিলিমিটার। কিন্তু, আগস্টে হিমাচলে বৃষ্টি হয়েছে ২৪৭.৬ মিলিমিটার। চলতি বর্ষায় এখনও পর্যন্ত হিমাচলে বৃষ্টি হয়েছে ৮১৬.৪ মিলিমিটার। যার স্বাভাবিক পরিমাণ ৬১৩.৮ মিলিমিটার।

এ সম্পর্কিত আরও খবর