বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের একটি বিরল অটোগ্রাফকৃত পাণ্ডুলিপি নিলামে ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৭০ লাখ রূপিতে বিক্রি হয়েছে, বাংলাদশি মুদ্রায় যা ১৪ কোটির উপরে। তবে যে ক্রেতা পাণ্ডুলিপিটি কিনেছেন, তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। খবর এনডিটিভি।
গত ২৩ সেপ্টেম্বর চীনের বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে এক নিলামে বিক্রি হয়েছে পাণ্ডুলিপিটি। ‘বিংশ/একবিংশ শতাব্দির শিল্প বিক্রয় সন্ধ্যা’ নামের সেই নিলামের আয়োজক ছিল সাংহাইভিত্তিক নিলাম সংস্থা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া সাংহাই।
বিক্রি হওয়া পাণ্ডুলিপিটি আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতাতত্ত্ব (থিওরি অব রিলেটিভিটি) সম্পর্কিত দু’টি প্রবন্ধ থিওরি অব স্পেশাল রিলেটিভিটি এবং থিওরি অব জেনারেল রিলেটিভিটির হাতে লেখা অনুলিপি। ‘থিওরি অব স্পেশাল রিলেটিভিটি’ তিনি লিখেছিলেন ১৯০৫ সালে এবং এর জন্য ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আর ‘থিওরি অভ জেনারেল রিলেটিভিটি’ লেখা হয়েছিল তার ১০ বছর পর অর্থাৎ ১৯১৫ সালে।
পাণ্ডুলিপিটি প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে জার্মান ভাষায়। এর ৮ বছর পর এ দু’টি প্রবন্ধ প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
১৪ পৃষ্ঠার এই পাণ্ডুলিপিটিতে, কীভাবে তিনি আপেক্ষিকতাতত্ত্বের উদ্ভাবন করলেন, কীভাবে এই তত্ত্বটি কাজ করে এবং আরও কিছু তথ্য রয়েছে। এটিতে দুটি সমীকরণ এবং বৈজ্ঞানিক সূত্রের দুটি পৃষ্ঠা সহ স্থান-কাল ধারাবাহিকতার গঠন চিত্রিত একটি চিত্র অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাচীন পণ্য ক্রয়বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট এই কোম্পানির মুখপাত্র রেবেকা ইয়াং জানিয়েছেন, আইনস্টাইনের এই বিরল পাণ্ডুলিপিটি, চীনের মূল ভূখণ্ডের ‘ক্লাসিক আর্ট’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল ।