পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৩০ জন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।
পাকিস্তানের শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি প্রাথমিকভাবে ৩৪ জনের মৃত্যু ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্যমতে মৃতের সংখ্যা ৫২ জন।
জেলা স্বাস্থ্যকর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহীও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে বলা হয়।
সেখানকার সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি সংবাদমাধ্যমকে জানায়, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।