সেনা-শাসিত মিয়ানমারের উচ্চ আদালত দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চির ছয়টি দুর্নীতির সাজার বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন।
রোববার (৮ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২০২১ সাল থেকে আটক ৭৬ বছর বয়সী সু চি দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার জন্য ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
তবে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা হয়েছে। সেগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন।
অভ্যুত্থান এবং বিরোধীদের ওপর জান্তার দমন-পীড়নের পর থেকে মিয়ানমারে অশান্তি চলছে। সামরিক বাহিনীর দমনপীড়নে ১ হাজার ৭০০–র বেশি মানুষ নিহত হন। গ্রেফতার করা হয় ১০ হাজার মানুষকে।