পর্যটন শহর পাতায়াতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টির পানির স্রোতের সঙ্গে সমুদ্রপাড়ের অনেক স্থানে যেমন বালু সরে গিয়েছে তেমনি ভাঙনও হয়েছে। এমন অবস্থায় পর্যটকদের সমুদ্রপাড়ে ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যপী বৃষ্টি হয় পাতায়া এবং বাং লামপুং জেলায়। এতে অনেক স্থানে ৫০ থেকে ৮০ সে.মি. গভীরতার জলাবদ্ধতা তৈরি হয়।
সই খাও তালো থেকে সই ওয়াত থাম রেল লাইন এবং সুকুমভিত সড়কের কিছু অংশ পানির নিচে চলে যায়। এতে মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। ভোরের দিকে ধীরে ধীরে পানি কমতে থাকে।
পাতায়া নুয়া এবং পাতায়া ক্লাং সমুদ্রপাড়ে ব্যাপকহারে বালি হ্রাস হয়। কিছু স্থানে ১ মিটার গভীর এবং ৪ মিটার এলাকাজুড়ে এই বালি হ্রাস হয়। বৃষ্টির পানির সঙ্গে সড়ক থেকে বিপুল পরিমাণ ময়লা আবর্জনাও সমুদ্র পাড়ে চলে আসে।
সমুদ্রপাড়ের যেসব স্থানে বালি ধুয়ে গিয়েছে সেসব স্থানে পর্যটকদের সতর্ক হয়ে চলার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।