বাংলাদেশি শ্রমিকদের জন্য নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার ওয়েল পাম প্ল্যান্টেশন কোম্পানি। সম্প্রতি ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ এক চিঠির মাধ্যমে কুয়ালালামপুরে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনকে এই তথ্য জানিয়েছে।
এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পরে যে সকল শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তিনি এ অর্থপ্রাপ্তির জন্য যোগ্য হবেন। এই প্রতিষ্ঠানটিতে ইতিপূর্বে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের hr@unitedplantations.com এ ইমেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিয়ম অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে এ অর্থের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদের সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যক্তির নিজের নামের একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ সম্মিলিত ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।