ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৮

এশিয়া, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 02:32:40

ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইট উপকূলীয় এলাকায় সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৮ জন হয়েছে। এতে আহতের সংখ্যাও বেড়ে অন্তত ৭৪৫ জন হয়েছে। খবর বিবিসি।

দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার (২২ ডিসেম্বর) আঘাত হানা ওই সুনামিতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সাগরের নিচে ভূমিধসের কারণে এই সুনামির সৃষ্টি। সুনামির পর পানডেগলাং, দক্ষিণ ল্যামপাং ও সেরাং অঞ্চলে প্রাণহানির খবর পাওয়া গেছে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত সুন্দা প্রণালী জাভা সাগরের সঙ্গে ভারত মহাসাগরকে একত্রিত করেছে। পূর্ণিমা থাকায় এমনিতে জোয়ার ছিল। ফলে সুনামিতে ঢেউয়ের শক্তি ছিল বেশি।

 

এ সম্পর্কিত আরও খবর