'স্মার্টফোন নেই', ইনস্টাগ্রাম করতে পারছেন না পুতিন!

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 10:51:17

'বন্ধু' নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পরা যখন সোশ্যাল দুনিয়ার অবিসংবাদী মুখ হয়ে উঠছেন, তখন একেবারে স্রোতের বিপরীতে সাঁতার কাটছেন কমিউনিস্ট রাশিয়ার একাধিপতি ভ্লাদিমির পুতিন। স্মার্টফোন নেই, ইন্টারনেট ব্যবহারেও না কি অনীহা রয়েছে তার। গত বৃহস্পতিবার একটি নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউশনের অনুষ্ঠানে হল ভর্তি বিজ্ঞানী এবং পড়ুয়াদের সামনে রাশিয়ার রাষ্ট্রপতি বলেন, "তুমি (মিখাইল কোভালক) বলছ এখন না কি সবার পকেটে পকেটে স্মার্টফোন। কই, আমার তো এখনও কোনো স্মার্ট ফোন নেই।" রাশিয়ার নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউশনের প্রধান মিখাইল কোভালকের কথার পরিপ্রেক্ষিতে যখন পুতিন নিজের স্মার্টফোন না থাকার কথা বলেন, তখন অট্টহাসিতে ফেটে পড়ে গোটা হল। বিজ্ঞানী থেকে পড়ুয়া, হাসতে হাসতে আসন থেকে পড়ে যাওয়ার মত অবস্থা হয়েছিল সবার। এরপর পুতিন আরও বলেন, "আমি ব্যক্তিগত ভাবে এবং বাস্তবিক ক্ষেত্রেও এটা (স্মার্টফোন) ব্যবহার করি না।" কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে রাশিয়ার রাষ্ট্রনায়ক বলেন, "আমার কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। আমি ইনস্টাগ্রামের জন্য নই।"

এ সম্পর্কিত আরও খবর