নতুন ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ ২’ উন্মোচন করেছে ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-11-19 20:22:25

‘ফাত্তাহ ২’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। রোববার (১৯ নভেম্বর) সর্বশেষ এই  ক্ষেপণাস্ত্র উন্মোচিত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে জানিয়েছে। 

তিনি ‘ফাত্তাহ ২’ উন্মোচনকালে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আহ্বান জানিয়েছেন। এর আগে এ মাসের শুরুতে খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কঠোর অর্থনৈতিক সম্পর্ক স্থাপন এবং ‘তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার’ আহ্বান জানিয়েছিলেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমানবাহিনী ইউনিটের অন্তর্গত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পরিদর্শনের সময় খামেনি নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন।

‘ফাত্তাহ ২’কে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লাইড ক্ষমতাসহ একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যা এইচজিভি হাইপারসনিক অস্ত্রের বিভাগে পড়ে। জুন মাসে উন্মোচন করা ইরানের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’র প্রবর্তনের পর এ ঘোষণা এলো।

এ ছাড়া অনুষ্ঠানে খামেনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসলামী সরকারগুলোর উচিত অন্তত একটি সীমিত সময়ের জন্য ইহুদিবাদী শাসকের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা।

ইসরায়েলে জ্বালানি ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার জন্যও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন খামেনি।

 

এ সম্পর্কিত আরও খবর