অবৈধ অভিবাসনের অপরাধে ২ জন বাংলাদেশিসহ মোট ২৭ জনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। পাহাং প্রদেশের বেনতং, কুয়ানতান এবং রাউব জেলায় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন।
দুই দিনব্যাপী চলমান এই অভিযান শেষ হয় শুক্রবার (২৫ নভেম্বর) সকালে।
জাবাতন ইমিগ্রেশন মালয়েশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ২১ জন ইন্দোনেশিয়ান, ২ জন কম্বোডিয়ান, ২ জন বাংলাদেশি, ১ জন থাই এবং ১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। ৩ টি জেলার আটটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইমিগ্রেশনের ১৬ জন কর্মকর্তা অংশ নেন। বৃহস্পতিবার বেলা ১১টায় অভিযান শুরু হয়ে শেষ হয় শুক্রবার সকাল সাড়ে ৭ টায়।
অধিকতর তদন্তের জন্য আটককৃতদের কেমায়ান ইমিগ্রেশন বন্দীশালায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।