রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ক্রয়ের চুক্তি চূড়ান্ত করেছে ইরান।
ইরানের তাসনিম বার্তা সংস্থাকে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার (২৮ নভেম্বর) বলেছেন, ‘তেহরান এবং মস্কো ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলেছে।’
রয়টার্স জানিয়েছে, ইরানের বিমানবাহিনীর কাছে মাত্র কয়েক ডজন স্ট্রাইক এয়ারক্রাফ্ট রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু রাশিয়ান জেট এবং বাকিগুলো ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন মডেলের যুদ্ধবিমান।
ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহি বলেছেন, ‘সুখোই এসইউ-৩৫ ফাইটার জেট, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ জেট ইরানের সেনাবাহিনীর যুদ্ধ ইউনিটে যোগ করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।’
যদিও তাসনিমের প্রতিবেদনে ওই চুক্তির বিষয়ে রাশিয়ার নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত করা হয়নি।
২০১৮ সালে ইরান জানিয়েছিল তারা বিমানবাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা কাউসার ফাইটার উৎপাদন শুরু করেছে।
সামরিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ওই যুদ্ধবিমান এফ-৫ এর একটি কার্বন কপি, যা যুক্তরাষ্ট্রে প্রথম ১৯৬০ সালে উৎপাদিত হয়েছিল।