হিমালয় দেশ নেপালের একটি গ্রামে প্রথম সমকামী দম্পতি সুরেন্দ্র পান্ডে এবং মায়া গুরুং বুধবার (২৯ নভেম্বর) ডোরডি গ্রাম কাউন্সিল অফিসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
এটিই দেশটির প্রথম সমকামী বিয়ে। এর নিবন্ধন করেছে স্থানীয় কর্তৃপক্ষ এবং বাসিন্দারা। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশ জারি করার প্রায় পাঁচ মাস পরে বৃহত্তর রক্ষণশীল দেশে এই ধরনের বিবাহের পথ শুরু করেছে। ৩৬ বছর বয়সী রাম বাহাদুর (মায়া) গুরুং এবং ২৬ বছর বয়সী সুরেন্দ্র পান্ডের বিয়ের মধ্য দিয়ে নেপালে সমকামী বিয়ে শুরু হল।
পান্ডে একটি ফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা দুজনেই খুব খুশি। আমাদের মতো, আমাদের সম্প্রদায়ের অন্যরাও খুশি।’
এই দম্পতি নয় বছর ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন এবং ২০১৬ সালে রাজধানী কাঠমান্ডুতে হিন্দুরীতি অনুসারে বিয়ে করেছিলেন।
দোর্দি গ্রামীণ পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হেম রাজ কাফলে বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আদেশ এবং প্রাসঙ্গিক সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা বিবেচনায় দম্পতিকে বিবাহ নিবন্ধন শংসাপত্র জারি করেছি।’
উল্লেখ্য, চলতি বছরের জুনে দেশটির সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশ জারি করে সমকামী দম্পতিদের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাদের বিবাহ নিবন্ধনের অনুমতি দেওয়া হচ্ছিল না।