থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৪

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-05 12:44:27

দক্ষিণ থাইল্যান্ডে একটি ডাবল ডেকার বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৩২ জন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে দূরপাল্লার কোচটি ব্যাংকক থেকে দেশের সুদূর দক্ষিণে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

থাই মিডিয়ায় প্রকাশিত ফটোতে দেখা যায়, গাড়ির সামনের অংশ দুই ভাগ হয়ে গাছটি চেসিসে আটকে আছে।

পরিবহন কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর একটি বিবৃতিতে জানিয়েছে, আহত সবাইকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোম্পানিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, গাড়িটির চালকের পর্যাপ্ত না ঘুমানোর কারণে দুর্ঘটনা ঘটটতে পারে। নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনার হার রয়েছে। এখানে প্রতি বছর ট্রাফিক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

গত জুলাই মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ফু সিং জেলায় একটি পাহাড়ি সড়ক থেকে বাস উল্টে গেলে চারজন নিহত এবং ৩৪ জন আহত হয়।

২০১৪ সালে পূর্বাঞ্চলীয় জেলা প্রচিনবুড়িতে একটি ১৮ চাকার ট্রাকের সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়। যাদের অধিকাংশই স্কুল ছাত্র।

এ সম্পর্কিত আরও খবর