সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে পুতিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-05 16:18:34

চলতি সপ্তাহের শেষে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সহযোগী ইউরি উশাকভের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

টেলিগ্রাম চ্যানেলকে তিনি বলেন, ‘এটি হবে একটি কর্মময় সফর। সৌদি আরবে পুতিন সেদেশের যুবরাজের সাথে বৈঠক করবেন। এর আগে আমরা সংযুক্ত আরব আমিরাত সফর করবো।’

উল্লেখ্য, পুতিন কোভিড মহামারীর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেছিলেন।

এদিকে, রাশিয়ার ২০২৪ সালের নির্বাচনে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। খবরটি দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হলেও পুতিনের কার্যালয় এ খবর এখনও নিশ্চিত করেনি।

প্রতিবেদনটি বেনামি ক্রেমলিন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

বরিস ইয়েলৎসিনের পর ৭১ বছর বয়সি পুতিন ১৯৯৯ সালে প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য, পুতিন ইতিমধ্যেই জোসেফ স্টালিনের পর অন্য যেকোনও শাসকের চেয়ে বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ক্রেমলিণের বিশ্বস্ত একটি সূত্রে টেলিগ্রাফ জানিয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি নির্বাচনে লড়বেন।’

২০২৪ সালের মার্চ মাসে রাশিয়ায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সেপ্টেম্বরে বলেছিলেন, ‘পুতিন যদি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’

রাশিয়ার সংবিধান অনুসারে দেশটির প্রেসিডেন্ট ছয় বছরের জন্য নির্বাচিত হন। তাই পুতিন ২০৩০ সাল পর্যন্ত শীর্ষ পদে থাকবেন।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পুতিন গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর উত্তাল সময়ের মধ্যে দিয়ে গেলেও ফের ক্ষমতায় আসতে চান।

রাশিয়ার অভ্যন্তরে ৭১ বছর বয়সি এই নেতার অনুমোদনের রেটিং ৮০ শতাংশে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর