জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কথিত জালিয়াতির অভিযোগে বেশ কয়েক জন শীর্ষ মন্ত্রীকে বরখাস্ত করবেন। স্থানীয় মিডিয়া সূত্রে সোমবার (১১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে রয়টার্স।
জাপানের স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রীসভা থেকে যাদের বাদ দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন কিশিদার ডানহাত খ্যাত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এবং অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।
দৈনিক আসাহি শিম্বুনের তথ্য অনুসারে মোট ১৫ জনকে বরখাস্ত করা হবে, যাদের মধ্যে বেশ কয়েকজন উপমন্ত্রী এবং সংসদীয় উপ-মন্ত্রী রয়েছেন।
ওই ১৫ জনের সকলেই দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন একটি উপদলের অন্তর্গত ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে প্রভাব ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী অন্তত পাঁচটি প্রধান দলের মধ্যে একটিতে অন্তর্ভূক্ত রয়েছেন।
সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রসিকিউটররা অভিযোগগুলো তদন্ত করছেন যে, দলটি তহবিল সংগ্রহকারী দলগুলোর মাধ্যমে হাজার হাজার ডলার সংগ্রহ করার বিষয়ে তথ্য প্রদান করতে পারেনি।
অভিযুক্তদের মধ্যে আরেকজন হলেন সাবেক অলিম্পিক মন্ত্রী সেকো হাশিমোতো।
তবে, সংসদের বর্তমান শেষ অধিবেশনে সম্ভাব্য রদবদলের বিষয়ে জানাতে অস্বীকার করেন কিশিদা। তিনি বলেন, তিনি জালিয়াতির অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখবেন।
কিশিদা সাংবাদিকদের বলেন, ‘জনগণের আস্থা পুনরুদ্ধার এবং সরকারি কার্যক্রমে বিলম্ব রোধকল্পে আমি উপযুক্ত সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’