যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরাক

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-26 18:13:01

নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে শত্রুত্বপূর্ণ কাজ হিসাবে অভিহিত করে এর নিন্দা করেছে ইরাকি সরকার।

এদিকে পেন্টাগন জানিয়েছে, মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানপন্থী বাহিনীর অবস্থানগুলোতে ওই হামলা চালানো হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, মার্কিন বিমান হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং বেসামরিক নাগরিকসহ ১৮ জন আহত হয়েছে।

ইরাক সরকার মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, ‘ওই হামলা ইরাকি সার্বভৌমত্বের উপর অগ্রহণযোগ্য আক্রমণ, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘মঙ্গলবার ভোরে শুরু হওয়া মার্কিন বিমান হামলা কাতাইব হিজবুল্লাহ নামের একটি শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং এর সহযোগীদের দ্বারা ব্যবহৃত তিনটি অবস্থানকে লক্ষ্য করে চালানো হয়।’

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘হামলাগুলো ছিল এরবিল বিমানঘাঁটিতে কাতাইব হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়া। কাতাইব হিজবুল্লাহর ওই হামলার তিন মার্কিন সেনা সদস্য আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’

অস্টিন বলেন, ‘প্রয়োজনীয় এবং আনুপাতিক হামলাগুলো মার্কিন কর্মীদের বিরুদ্ধে হামলার জন্য দায়ী ইরানের সঙ্গে যুক্ত গ্রুপগুলোর সক্ষমতা ব্যহত এবং অবনমিত করার উদ্দেশ্যে করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘যদিও আমরা এই অঞ্চলে সংঘাত বাড়ানোর চেষ্টা করছি না, কিন্তু আমরা আমাদের জনগণ এবং আমাদের ঘাঁটি রক্ষার জন্য আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্পূর্ণরূপে প্রস্তুত।’

এ সম্পর্কিত আরও খবর