ব্রাজিল প্রেসিডেন্টের টার্গেট বামপন্থী মতবাদ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 12:12:11

৩৮ তম প্রেসিডেন্ট হিসেবে চার বছরের জন্য রাষ্ট্র পরিচালনার শপথ নিয়েছেন ব্রাজিলের ডানপন্থী নেতা জেইর মেসিয়াস বোলজোনারো। শপথ নিয়েই দেশটিতে বামপন্থী মতবাদ, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের বিষয়ে ঘোষণা দেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) লাতিন আমেরিকার সর্ববৃহৎ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর এএফপির

এ সময় তিনি দেশকে সমাজতন্ত্র থেকে মুক্ত করারও ঘোষণা দেন।

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিল সমাজতন্ত্র থেকে মুক্তির পথে হাঁটা শুরু করেছে। আমরা রাজনৈতিক শুদ্ধির পাশাপাশি গত এক দশকের বামদের সৃষ্ট নিয়ম কানুনকে অবসান করব।‘

এদিকে শপথ গ্রহণের পর ব্রাজিলের শপথ নেয়া নব্য প্রেসিডেন্টকে এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সুন্দর ও নান্দনিক উদ্বোধনীয় বক্তব্যের জন্য বোলজোনারোকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র আপনার সাথে আছে।'

ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়াও জানিয়েছেন ব্রাজিলের নব-নিযুক্ত প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলে, ‘আমি আপনার অনুপ্রেরণা মূলক বক্তব্যকে স্বাগত জানাই। আমরা একসাথে কাজ করে নিজ নিজ দেশের মানুষদের জন্য কল্যাণ বয়ে আনবো।'

এদিকে দেশটিতে বর্তমানে বোলজোনারোর আকাশচুম্বী সমর্থন থাকলেও সেনাবাহিনীতে থাকাকালীন সময়ে ১৯৬৪-১৯৮৫ সাল পর্যন্ত একনায়কতন্ত্রের জন্য সাধারণ মানুষের মনে কিছুটা ভয়ও কাজ করছে। এছাড়া তার উগ্রবাদী চিন্তা চেতনাও দেশটির মানুষের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর