ক্রিমিয়ায় এস-৪০০ মোতায়েন রুশ সেনাবাহিনীর

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-23 23:52:48

রাশিয়ার সেনাবাহিনী দেশটির ক্রিমিয়া প্রজাতন্ত্রে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর মোড়ক উন্মোচন করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা দিবসকে সামনে রেখে শনিবার এ পদক্ষেপ নেয়া হয় বলে রুশ বার্তা সংস্থা ইজভেস্তিয়া খবর দিয়েছে। এটি জানিয়েছে, ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে আগে থেকে মোতায়েন করা দু’টি প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ এবং ‘প্যান্টসির-এস১’র মোড়ক শনিবার উন্মোচন করা হয়। চলতি বছরের গোড়ার দিকে ক্রিমিয়া প্রজাতন্ত্রের ইউক্রেন সীমান্তে এস-৪০০ মোতায়েন করা হয়। রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এস-৪০০ চারদিকের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো ধরনের বিমান শনাক্ত করে তা ধ্বংস করে দিতে সক্ষম। সেইসঙ্গে শত্রুপক্ষের নিক্ষিপ্ত যেকোনো ক্ষেপণাস্ত্রকেও ৬০ কিলোমিটার দূরে থাকতেই ধ্বংস করে দিতে পারে এ ব্যবস্থা।

এ সম্পর্কিত আরও খবর