মেরকেলসহ শতাধিক জার্মান নেতার তথ্য চুরি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 23:51:57

জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলসহ দেশটির শতাধিক রাজনীতিবিদসহ অন্যান্য শেণিপেশার বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গের তথ্য চুরি করে অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করছে হ্যাকাররা।

শুক্রবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে দেশটির এক সরকারি মুখপাত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, দেশটির সরকার বিষয়টিকে ভয়াবহ সাইবার হামলার পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে।

রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, মিডিয়া তারকাসহ অনেকের তথ্য হ্যাক করা হয়েছে। যেখানে তাদের ব্যক্তিগত তথ্য, ক্রেডিট কার্ড, ফোন নাম্বার, ও ইমেইল অ্যাড্রেসও রয়েছে।

তবে এই তথ্য হ্যাকের তালিকায় দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের তথ্য হ্যাক হলেও দেশটির ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) এর কোন রাজনীতিবিদের তথ্য হ্যাক করা হয়নি। এতে দলটির দিকে সন্দেহের আঙুল উঠলেও এখনো এর পেছেনে কার হাত রয়েছে সে বিষয়ে কোন কিছুই জানানো হয়নি।

এ সম্পর্কিত আরও খবর