গাজা যুদ্ধের ৯৯তম দিনে ইসরায়েলি হামলায় নিহত ৬০

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-13 19:44:00

হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলের শনিবারের (১৩ জানুয়ারি) হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকায় প্রত্যক্ষদর্শীরা শনিবার ভোরে ইসরায়েলি বোমাবর্ষণের কথা জানিয়েছেন। এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে তীব্র গোলাবর্ষণ ও বিমান হামলা হয়েছে।’

দক্ষিণ গাজার রাফাহ শহরের বাসিন্দা ৬০ বছর বয়সি সামির কাশতা বলেন, ‘আমি আমার বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমি ফিরে আসার সময় দেখলাম আমার বাড়িতে বোমা হামলা করা হয়েছে। সেখান থেকে অনেক লোক পালিয়ে গেছে।’

তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘আমার বাড়ি কি কোনভাবে ইসরায়েলকে আঘাত করছে?’

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েক ডজন রকেট লঞ্চারকে আঘাত করেছে। এ ছাড়াও তাদের বিমান বাহিনী রাফাহ’র কাছে গাজার প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বিমান হামলা ও কামানের গোলার আঘাতে ৬০ জনেরও বেশিিনিহত এবং আরও ডজন খানেক আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে অন্তত ২৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

প্রধান অপারেটর প্যাল্টেল জানিয়েছে, ইসরায়েলি বোমাবর্ষণের ফলে গত শুক্রবার ইন্টারনেট এবং টেলিযোগাযোগ পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

ফিলিস্তিনের রেডক্রিসেন্ট জানিয়েছে, ‘ইন্টারনেট এবং টেলিযোগাযোগ পরিষেবার বিভ্রাটটি আহতদের কাছে দ্রুত পৌঁছানোর চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে।’

এ সম্পর্কিত আরও খবর