দক্ষিণ গাজার হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-20 17:14:07

দক্ষিণ গাজার খান ইউনিসের একটি হাসপাতালে শুক্রবার (১৯ জানুয়ারি) হামলা চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে ফিলিস্তিন রেডক্রিসেন্ট।

ফিলিস্তিন রেডক্রিসেন্ট বলেছে, ‘আল-আমাল হাসপাতালে এবং উদ্ধারকারী সংস্থার ঘাঁটিকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলার কারণে বাস্তুচ্যুত লোকেরা আহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা অভিযোগটির তদন্ত করছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো খান ইউনিসের কাছাকাছি গাজার সবচেয়ে বড় অবশিষ্ট কার্যক্ষম হাসপাতাল নাসেরের কাছে অবস্থান নিয়েছে এবং সেখানে ভয়ঙ্কর বন্দুক যুদ্ধের কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

চলতি সপ্তাহে খান ইউনিস শহরটি দখল করার জন্য একটি বড় নতুন অগ্রযাত্রা শুরু করেছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ১৪২ ফিলিস্তিনি নিহত এবং ২৭৮ জন আহত হয়েছে এবং সেখানে তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে মৃতের সংখ্যা ২৪,৭৬২ জনে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ছিটমহলের ৩৬টি হাসপাতালের অধিকাংশই অকার্যকর হয়ে পড়েছে। মাত্র ১৫টি আংশিকভাবে কাজ করছে এবং পর্যাপ্ত জ্বালানি বা চিকিৎসা সরবরাহ ছাড়াই তারা তাদের ক্ষমতার তিনগুণ পর্যন্ত কাজ করছে।

এদিকে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে নাসেরসহ হাসপাতাল থেকে হামলা করার অভিযোগ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর