হামাস-চুক্তি প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-22 14:42:53

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের করা যুদ্ধসমাপ্তি, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, বন্দীদের মুক্তি এবং গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের শাসন মেনে নেওয়ার বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (২২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  তিনি যদি ফিলিস্তিনি গোষ্ঠীর যুদ্ধসমাপ্তির  শর্ত মেনে নেন তবে ইসরায়েলি সৈন্যরা ব্যর্থ হয়ে পড়বে।তাদের এতোদিনের প্রচেষ্ঠা ব্যর্থ হবে। হামাসের শর্ত মেনে নেওয়ার অর্থ হবে সশস্ত্র গোষ্ঠীকে অক্ষত ছেড়ে দেওয়া এবং ইসরায়েলি সৈন্যরা অকার্যকর হয়ে পড়েছে এমনটা প্রকাশ করা।

বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। তার ব্যর্থতায় সাবেক ইসরায়েল প্রধান বারাক আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। নেতানিয়াহু সরকার ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে ইসরায়েলে।

এ সম্পর্কিত আরও খবর