ইউনানের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-23 22:20:09

 

 চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাস্থলে দুই শতাধিক উদ্ধারকর্মীর পাশাপাশি দমকলের কয়েক ডজন ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টিতে ভূমিধস আঘাত হানলে ১৮টি বাড়ি চাপা পড়ে এবং ২০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়।

এর আগে বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির একটি প্রতিবেদন মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে বলে জানানো হয়েছিল। পাশাপাশি সেই সময়ে ২৪ জন নিখোঁজ থাকার কথাও বলেছিল গণমাধ্যমটি।

অগ্নিনির্বাপককর্মী লি শেংলং সিনহুয়াকে বলেছেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান রাত পর্যন্ত অব্যাহত ছিল।’

এর আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সোমবার ‘সর্বস্ব’ দিয়ে উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

এএফপি বলেছে, চীনের একটি সুদূরপ্রসারী ও বৃহত্তর দরিদ্র অঞ্চল ইউনানে ভূমিধস সাধারণ ঘটনা। সেখানে হিমালয় মালভূমির বিপরীতে খাড়া পর্বতমালা রয়েছে। চীন সাম্প্রতিক মাসগুলোতে একাধিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর