গত এপ্রিলে যুদ্ধপন্থী ব্লগার ভ্লাদলেন তাতারস্কি হত্যার দায়ে রাশিয়ান নারী দারিয়া ত্রেপোভাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া দিয়েছে দেশটির আদালত। রাশিয়ার ইতিহাসে একজন নারীর ওপর আরোপিত এটা সবচেয়ে সবচেয়ে কঠোর শাস্তি। খবর বিবিসির।
তাতারস্কি সেন্ট পিটার্সবার্গে বক্তৃতা দেওয়ার সময় ট্র্যাপোভা তাকে দেওয়া মূর্তিটিতে বোমার আঘাতে নিহত হন। বিস্ফোরণে আহত হয়েছেন কয়েক ডজন।
তবে ত্রেপোভা (২৬) নামের ওই নারী অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ভেবেছিলেন মূর্তিটিতে একটি শোনার যন্ত্র রয়েছে। তাতারস্কি (৪০) (আসল নাম ম্যাক্সিম ফোমিন) এর উপর হামলাটি গত বছরের ২ এপ্রিল করা হয়েছিল।
ত্রেপোভাকে ফৌজদারি কোডের অধীনে "একটি সংগঠিত গোষ্ঠী দ্বারা সংঘটিত একটি সন্ত্রাসী কাজ যা ইচ্ছাকৃত মৃত্যু ঘটায়" এবং "একটি সংগঠিত গোষ্ঠীর দ্বারা বিস্ফোরক যন্ত্রের অবৈধ দখল" নিয়ে অভিযুক্ত করা হয়েছিল।
রাশিয়ান তদন্তকারীরা হামলার পিছনে ইউক্রেনকে দায়ী করেছে এবং ইউক্রেনের কর্মকর্তারা এটি নিশ্চিত বা অস্বীকার করেননি।