মিয়ানমারে সামরিক জান্তার হামলায় গত আটদিনে অন্তত ১৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। গত আটদিন ধরে বোমা হামলা, সাধারণ মানুষের বাড়িতে জান্তা বাহিনীর দেয়া আগুন ও বিভিন্ন নৃসংসতায় এসব মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া জান্তার হামলায় অসংখ্য বাড়ি ও স্কুলভবন ধ্বংস হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরাবতি জানিয়েছে, শান, রাখাইন, মোন, বাগো, মাগওয়ে এবং সাগাইংয়েতে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
শান রাজ্যে বিদ্রোহীদের কোনো তৎপরতা না থাকা সত্ত্বেও গত সোমবার যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়। এতে বাস্তুচ্যুত এক বেসামরিকের মৃত্যু হয়। আশপাশের রাজ্যে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে অনেক মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছেন।