চার গুপ্তচরের ফাঁসি কার্যকর করেছে ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-30 18:08:00

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সোমবার (২৯ জানুয়ারি) চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সূত্রে রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরনা জানিয়েছে, ফাঁসিতে ঝোলানো ওই চারজনের নাম মোহাম্মদ ফারামরজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার ও পেজমান ফাতেহি।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল ইরানের একটি আদালত। কয়েক দিন আগে সেই দণ্ড রদ করার আবেদন ফের খারিজ করে ইরানের শীর্ষ আদালত।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২২ সালে ইসরায়েলি গুপ্তচর সংগঠন মোসাদের হয়ে একটি হামলার ছক কষেছিল তারা। যদিও ইরানের গোয়েন্দা বিভাগ ওই হামলার পরিকল্পনা বানচাল করে দেয়।

তারপরেই তদন্তে ধরা পড়েন এই চার জন। অভিযোগ রয়েছে, এরা ইরাকের কুর্দিস্তান থেকে অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল।

২০২২ সালে ইস্পাহানের এক কারখানায় হামলার পরিকল্পনা ছিল তাদের। এই কারখানাটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অস্ত্র তৈরি করে।

এর আগে গত ডিসেম্বরেই মোসাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত্যুদণ্ড দেয় ইরান। এ ছাড়া্ও একই অভিযোগে জেলে পাঠানো হয়েছে একাধিক সন্দেহভাজনকে।

এ সম্পর্কিত আরও খবর